কানহাইয়া’র বিরুদ্ধে বিচার শুরু করার অনুমতি দিল কেজরিওয়াল সরকার

কানহাইয়া’র বিরুদ্ধে বিচার শুরু করার অনুমতি দিল কেজরিওয়াল সরকার

দিল্লি রাজ্য সরকার গতকাল কানহাইয়া কুমারের বিরুদ্ধে ২০১৬ সালের রাষ্ট্রদ্রোহ মামলার বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিল ।

কানহাইয়া কুমার জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন সভাপতি । তিনি সি পি আই নেতা ।

কানহাইয়া কুমারের বিরুদ্ধে অভিযোগ ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটি অনুষ্ঠানে দেশ বিরোধী স্লোগান দেয়া হয়েছিল এবং তিনি সে অনুষ্ঠানে ছিলেন।

কানহাইয়া ছাড়াও আরও কয়েকজন ছাত্রনেতা একই অভিযোগে অভিযুক্ত । অভিযুক্তরা প্রথম থেকেই এ অভিযোগ অস্বীকার করেছেন।

দিল্লি পুলিশ এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুতগতিতে শেষ করবার জন্য দিল্লি রাজ্য সরকারের কাছে অনুমতি চায় । গতকাল রাজ্য সরকার অনুমতি দেয় ।

রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত কানহাইয়া কুমার এবং অন্যান্য ছাত্র নেতাদের বিরুদ্ধে ২০১৯ সালের জানুয়ারি মাসে পুলিশ আদালতে চার্জ শিট জমা করে ।

কানহাইয়া বাদেও চার্জ শিটে নাম আছে আরও দু’জন ছাত্রনেতা উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য’র।

তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ ওই বিতর্কিত অনুষ্ঠানে তারা নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশ বিরোধী স্লোগান সমর্থন করেছিলেন ।

COMMENTS