গোপালের পিস্তলের যোগান দিয়েছিল কুস্তিগীর

রাম ভক্ত গোপালের উপাধি জুটে গেছে শুটারের।

বয়স নিয়ে বিতর্ক যদিও আছে । এই বন্দুকবাজ গত ৩০শে জানুয়ারি দিল্লীর জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাজঘাটের দিকে এগিয়ে আসা সি এ এ বিরোধী মিছিলে গুলি চালায়। আহত হন একজন ছাত্র। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে গ্রেটার নয়ডার আরেক যুবক। অজিত নামের এই যুবক গোপালকে পিস্তল বিক্রি করেছিল। অজিত দশ হাজার টাকায় গোপালের কাছে পিস্তল বিক্রি করে। বি এড পাঠরত এই যুবক কুস্তিগীরও।

COMMENTS