গোপাল রায়ের বিরুদ্ধে মানহানির মামলা বিপ্লব দেবের

গোপাল রায়ের বিরুদ্ধে মানহানির মামলা বিপ্লব দেবের

ত্রিপুরার প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
গোপাল রায় ১০ হাজার টাকার জামিন নিয়েছেন। আগরতলার একটি আদালত থেকে।
গোপাল রায় কংগ্রেসের প্রাক্তন ত্রিপুরার সভাপতি এবং এক সময়ের বিরোধী দলনেতা।
তিনি বলেছেন, ১৬ সেপ্টেম্বর একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন পোস্ট অফিস চৌমোহনীর কংগ্রেস ভবনে। অভিযোগ করেছিলেন, বিনা টেন্ডারে ত্রিপুরার জাতীয় সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজ দেয়া হয়েছে এনএইচআইডিসিএল-কে, তাতে ত্রিপুরার আর্থিক ক্ষতি হয়েছে। বলেছেন গোপাল রায়।
গোপাল রায়ের বক্তব্য, ২০ জানুয়ারি ঠিক একই কথা বিধানসভায় বলেছিলেন বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মণ।

গোপাল রায় বলেছেন, পরবর্তী শুনানিতে তিনি জবাব দেবেন, এবং এই মামলা করার কারনে সন্দেহ আরও বেড়ে গেছে।
“আমার বিরুদ্ধে মামলা হওয়ায় আমারও মানহানি হয়েছে। আমার বিশ্বাস আমি ন্যায় বিচার পাব। বিধানসভায় তার বিরুদ্ধে আঙুল তুলেছেন তার দলেরই বিধায়ক,” গোপাল বলেছেন।

একই মানহানির মামলায় অভিযুক্ত করা হয়েছে ত্রিপুরার ডেইলি দেশেরকথা খবরের কাগজের সম্পাদক-কেও।

COMMENTS