প্রতিদিনই পশ্চিম বঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের শাসকদল বি জে পি নেতাদের বিরুদ্ধে তোপ দাগছেন ।
সি এ এ নিয়ে পশ্চিম বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গায় বিক্ষোভ সভা করা হচ্ছে । মমতা নিজে বেশ কিছু সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন ।
সম্প্রতি বি জে পি নেতা তথা অর্থ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে ‘গোলি মারো …’ শ্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগ উঠেছিল । দেশের নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয় এবং অনুরাগ ঠাকুরের ওপর কমিশন দিল্লীর আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের ক্ষেত্রে বাহাত্তর ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারী করে । সেই ঠাকুরকে ঘুরিয়ে সমালোচনা করলেন মমতা ।
তিনি বলেন , ‘একদল গুন্ডা বলছে গোলি চালা দো তাদের আগে বি জে পি নেতারাও বলছেন গুলি চালাও’।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে তিনি বলেন , ‘উনি তো যোগী না ভোগী’।
আজ কৃষ্ণনগরের এক জনসভায় বক্তব্য রাখছিলেন মমতা । তার বক্তব্যে জামিয়া এবং শাহিনবাগে সম্প্রতি গুলি চালনার ঘটনাও উঠে আসে । এই ঘটনা গুলো মানুষকে সন্ত্রস্থ করার প্রয়াস বলে তিনি মন্তব্য করেন ।
দেশের বাজেট নিয়েও সমালোচনার সুর ছিল মমতার কথায় । কেন্দ্রীয় বাজেটের কর প্রসঙ্গে তিনি বলেন একদিকে কেন্দ্র সরকার দেশের সব কিছু বিক্রি করে দিচ্ছে এবং অপর দিকে সাধারণ মানুষকে কর নিয়ে বিভ্রান্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে ।
COMMENTS