কেজরিওয়ালকে কমিশনের নোটিশ , গ্রেফতার সিসোদিয়ার ও এস ডি

কাল সত্তর আসনের দিল্লি বিধানসভার ভোট ।

আজই ভারতের নির্বাচন কমিশন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অন্যতম নেতা অরবিন্দ কেজরিওয়ালের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করল।অভিযোগ তিনি নির্বাচন আচরণ বিধি অমান্য করেছেন ।

কমিশন কেজরিওয়ালকে জানিয়েছে যে তিনি তার টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। কমিশনের মতে এই ভিডিও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আঘাত সৃষ্টি করেছে। আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কেজরিওয়ালকে কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়ার জন্য ভারতের নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

কমিশন বলেছে যদি তিনি ওই সময়ের মধ্যে নোটিশের জবাব না দিতে পারেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

এদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার অফিসার অন স্পেশাল ডিউটিতে কর্মরত দিল্লি রাজ্য সরকারের একজন আধিকারিককে সিবিআই আজই গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ,তিনি প্রায় দুই লক্ষ টাকা ঘুষ কাণ্ডে জড়িত ।

এই আধিকারিককে গ্রেফতার করার পর তাকে দক্ষিণ দিল্লির লোদী রোডে অবস্থিত সিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

মনীষ সিসোদিয়া তার টুইটার হ্যান্ডেলে মন্তব্য করেছেন ওই আধিকারিকের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় ।

দিল্লী বিধানসভা নির্বাচনের মাত্র একদিন আগে এই সমস্ত ঘটনার জেরে স্বভাবতই রাজনৈতিক উত্তেজনা চরমে।

এই বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি , কেন্দ্রের শাসক দল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

আম আদমি পার্টি সত্তর আসন বিশিষ্ট বিধানসভার প্রতিটি নির্বাচন ক্ষেত্রে প্রার্থী দিয়েছে। কংগ্রেস এবং বি জে পি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে ছেষট্টিটি আসনে। বাকি চারটি করে আসনে ওই দুই দল সহযোগী দল গুলোর সাথে আসন সমঝোতা করেছে।

সারাদেশে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে শাসক দল বিজেপি

যখন বিভিন্ন স্তরে সমালোচনার সম্মুখীন তখন দিল্লি বিধানসভা নির্বাচন এই দলের জন্য একটি লিটমাস টেস্ট ।

দ্বিতীয়বারের জন্য আম আদমি পার্টি দিল্লি বিধানসভার মসনদে আসতে পারে কিনা সেটাও একটি বড় প্রশ্ন ।

গত বিধানসভা নির্বাচনে সত্তর টি আসনের মধ্যে আম আদমি পার্টি সাতষট্টি আসন দখল করেছিল এবং বিজেপির দখলে গিয়েছিল তিনটি আসন ।

আগামীকাল সকাল আটটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং ভোট গণনা হবে ১১ ফেব্রুয়ারি।

ধারণা করা হচ্ছে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ১১ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত ।

COMMENTS