ত্রিপুরার উন্নয়নে ইজরায়েলের সাহায্য চাইলেন বিপ্লব দেব

ত্রিপুরার উন্নয়নে ইজরায়েলের সাহায্য চাইলেন বিপ্লব দেব। গত রাতে তিনি সাক্ষাত করেন ভারতে থাকা ইজরায়েলের রাষ্ট্রদূত রন মলকার-এর সঙ্গে।দিল্লিতে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন বিষয়ে ইজরায়েলের সহযোগিতা চান। এর মধ্যে রয়েছে জল ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা, সুরক্ষা এবং নজরদারি, খাদ্য প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, হিমঘর, প্রযুক্তি হস্তান্তর, সংস্কৃতি এবং পর্যটন।এই বিষয়গুলি নিয়ে যে ইজরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে তার কথা হয়েছে তা তিনি নিজেই জানিয়েছেন তার সামাজিক মাধ্যমে।

মুখ্যমন্ত্রী তার ফেসবুক এবং টুইট্যারে বলেছেন যে, রন মলকার আগ্রহ প্রকাশ করেছেন ত্রিপুরার প্রতি এবং খুব তারাতারি তিনি তার টিম নিয়ে এখানে আসবেন বলে জানিয়েছেন।

জানাগেছে, ত্রিপুরার খাদ্য প্রক্রিয়াক্রন, প্যাকেজিং হিমঘর স্থাপন এবং ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা নিয়ে বিশদে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বর্তমান কেন্দ্রীয় সরকার ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক নিবিড় করার দিকে মন দিয়েছে। আর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর গলাতেও বিভিন্ন সময়ে ইজরায়েলের প্রশংসা শোনা গেছে।

 

আগরতলা, ত্রিপুরা

COMMENTS