আগুনে পুড়েছে পাঁচটি বাস, বেশ রাতে, ফায়ার ব্রিগেড ডাক পায় এগারটায়।
উদয়পুরের রাজারবাগ মোটর-স্ট্যান্ডে বাসের সারিতে আগুন জ্বলে ওঠে।
আগুন নেভানোর কাজে আসা ফায়ার বিগ্রেড কর্মীরা ,এসেই একসাথে কয়েকটি বাসে আগুন পেয়েছেন, ঘটনাকে নাশকতা হিসেবেই দেখছেন।
পুলিশ কোনও তথ্যই দিতে পারেনি। প্রচুর লোকসান হয়েছে, তদন্ত হচ্ছে, ব্যবস্থা হবে—ব্যাস এইটুকুই।
নতুন ধরনের পরিস্থিতি, এমন আগে তিনি দেখেননি, শোনেনওনি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন।
ত্রিপুরায় মন্দরনগরী নামে ডাকেন সবাই উদয়পুরকে। দীঘির শহরও। জেলা সদরও, গোমতী জেলার সদর দফতর। রাজ্যের পরিবহন মন্ত্রীও এখান থেকেই। সরকারের কাজকে বদনাম করার জন্যও এমন কেউ করে থাকতে পারেন, আবার দূর অভিসন্ধি থাকতে পারে, নাও থাকতে পারে বলেছেন তিনি।
ফায়ার বিগ্রেড বলেছে, ক্ষতির পরিমাণ বের করার হিসাব চলছে। বাস ব্যবসয়ায় আছেন, এমন মানুষের মন্তব্য, দেড় কোটি ছাড়াবে ক্ষতির অঙ্ক । সামলে ওঠা ভীষণ কঠিন হবে, তারা বুঝেছেন।
রাজনৈতিক কারণ পেছনে আছে কিনা, প্রশ্ন এসেছে। ইঙ্গিত যা-ই থাক, জবাব মেলেনি।
COMMENTS