প্রকৃতিকে বুঝতে হবে , জানলেই হবে না: ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী

“অপবিত্রকে পবিত্র জল দিয়েই করতে হয়”। বক্তা ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মা।

আগরতলার ভগত সিং যুব আবাসে শুরু হয়েছে চার দিনের ন্যাচার এক্টিভিটি ক্যাম্প। গতকাল শুরু হওয়া এই ক্যাম্প চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজক ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ এবং বিজ্ঞান প্রসার।

স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়েই আবাসিক এই ক্যাম্প। এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীষ্ণু দেববর্মা।

তিনি এও বলেন ,”আমরা অনেক কিছু জানি কিন্তু বুঝি কম”।

প্রকৃতির গুরুত্ব এবং একে বাঁচিয়ে রাখার শিক্ষা জনজাতির কাছ থেকে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন প্রকৃতিকে সংরক্ষণের বিধি জনজাতিদের কাছ থেকেই শিখতে হবে। মেঘালয়ের বিভিন্ন পবিত্র গাছের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।

COMMENTS