টি টোয়েন্টি ক্রিকেটে স্টুয়ার্ট ব্রডের ঠিক পেছনেই নাম লেখালেন শিভম দুবে। ব্রডের ছয় বলে ছয়টি ছয় হাঁকিয়েছিলেন যুবরাজ সিং । পঞ্চম টি টোয়েন্টিতে দুবের এক ওভারে সেইফার্ট এবং রস টেলর নিলেন চৌত্রিশ। ব্যাট করতে নেমে দুবে ছয় বলে করেছিলেন পাঁচ রান আর এক ওভারে দিলেন চৌত্রিশ। কুড়ি ওভারে ভারত করেছে ১৬৩। নয় ওভারে তিনটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করেছিল ৬৪ রান। তখনই বল করতে আসেন শিভম দুবে। তার ওভার শেষে দশ ওভারে নিউজিল্যান্ডের রান হয়েছে তিনটি উইকেট হারিয়ে ৯২। এই একটি ওভার দুবেকে আগামী কিছুদিনের জন্য যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে দিচ্ছে সেকথা বলার অপেক্ষা রাখে না । দুবের ওভারে সেইফার্ট রান নিয়েছেন এইরকম ভাবে , ৬-৬-৪-১-৪(নো বল)-৬-৬ । দশম ওভারের আগে পর্যন্ত ভারত ভীষণ ভাবেই খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছিল । দশম ওভারের শেষে যে অবস্থা এরপরেও নিউজিল্যান্ড যদি এই ম্যাচও বের করতে না পারে সেটা হবে অসম্ভব আশ্চর্য।
Older Post
Sanju Samson’s flop show continues
COMMENTS