২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন হেমেন্দ্র দেবনাথ। আজ তার দেহ পাওয়া গেছে। আগরতলার আশ্রমচৌমুহনী এলাকায়, বাঁধের নিচে। বাঁশ বাগানের ভেতর পড়ে ছিল দেহ।
শরীর কালশিটে। কিন্তু পচেনি। মাথার দিকে পচা। তা দেখে এলাকার মানুষ বলছেন, হয়তো তাকে মাথায় আঘাত করে মারা হয়েছে। মাথা থেঁতলে গিয়েছিল। সেখানেই পচা শুরু হয়েছে।
যদিও পুলিসের মতে এটি আত্মহত্যার ঘটনা। এসডিপিও বলছেন, বিষ খেয়ে হয়তো মারা গেছেন হেমেন্দ্র।
পরিবারের লোকের বক্তব্য, বাড়িতে কোনও ঝগড়া ছিল না। কিন্তু ২৭ জানুয়ারি থেকেই তার কোন খোঁজ নেই। মিসিং ডায়েরি করা হয়েছিল পুলিসে।
হেমেন্দ্র দেবনাথের বয়স ৬২। তিনি আগে বিএসএফ-এ কাজ করতেন।
যে জায়গায় মৃতদেহ পাওয়া গেছে, সেটি সমাজদ্রোহীদের আখড়া বলে এলাকার মানুষের বক্তব্য।
আগরতলা, ত্রিপুরা
COMMENTS