করোনা ভাইরাস নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা আগরতলায় আজ দুপুরে। আগরতলার অরুন্ধতিনগর থানার পুলিশ ঐ যুবককে গ্রেপ্তার করেছে। যুবকের নাম অভিষেক ধর। তার বাড়ি বাধারঘাট কলেজ সংলগ্ন এলাকায়।
অরুন্ধতি নগর থানার পুলিশ বলেছে, আজ সকালে অভিষেক তার ফেসবুকে একটি পোস্ট দেয়। সেখানে সে উল্লেখ করে অরুন্ধতিনগর এলাকায় এক ব্যাক্তি করোনায় আক্রান্ত। কিছুক্ষণের মধ্যে তা খবরে দেখানো হবে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকে থানায় ফোন করে বিষয়টি নিয়ে জানতে চান।
দুপুরের দিকে থানার পুলিশ তাকে আটক করে। পুলিশ পুলিশ তার কাছে আক্রান্তের খোঁজ জানতে চায়, অভিষেক জানাতে পারেননি। তারপরেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। কিন্তু ফেসবুকে যে পোস্টটি সে করেছে সে ব্যাপারে পুলিশের কাছে স্বীকার করে।
আগরতলা, ত্রিপুরা
COMMENTS