মিনাল ভোঁসলে : সন্তান জন্ম দেবার কিছুক্ষণ আগেই দেশকে উপহার দিলেন ভারতে তৈরী প্রথম করোনা টেস্ট কিট

মিনাল ভোঁসলে : সন্তান জন্ম দেবার কিছুক্ষণ আগেই দেশকে উপহার দিলেন ভারতে তৈরী প্রথম করোনা টেস্ট কিট

মিনাল ভোঁসলে : সন্তান জন্ম দেবার কিছুক্ষণ আগেই দেশকে উপহার দিলেন ভারতে তৈরী প্রথম করোনা টেস্ট কিট

মিনাল দাখাবে ভোঁসলে — তাঁর কাহিনী যেন অনেকটাই সায়েন্স ফিকশন। করোনা ভাইরাস নিয়ে যখন শুধুই খারাপ খবরের স্তুপ , এরই মাঝে একরাশ ভাল কথার ডালি সাজিয়ে দিলেন এই ভারতীয় বিজ্ঞানী। পেশায় ভাইরোলজিস্ট। তাঁর হাত ধরেই বাজারে এসেছে ভারতের তৈরি করোনা ভাইরাস টেস্ট কিট। মাইলেব সংস্থা বাজারজাত করেছে এই টেস্ট কিট। যেদিন মিনাল তাঁর তৈরি কিট মাইলেবে জমা দিলেন , এর পরের দিনেই জন্ম দিলেন কন্যা সন্তানের। বাস্তবিক অর্থেই মিনাল একজন অগ্রণী করোনা যুদ্ধের সেনানী।

অন্তঃস্বত্ত্বা অবস্থাতে গবেষণার কাজ চালিয়ে গেছেন মিনাল। মনে জেদ ছিল প্রচন্ড। জানতেন কয়েকদিন পরেই হাসপাতালে ভর্তি হতে হবে। কয়েকদিন প্রিয় ল্যাবে আসতে পারবেন না। শরীরের অবস্থা খুব একটা ভাল ছিল না। সবকিছুকেই অগ্রাহ্য করে গবেষণা চালিয়ে গেছেন। মিনাল যখন তাঁর গবেষণার ফসল বাজারজাত হবার খবর শুনছেন , তখন তিনি হাদপাতালের বেড়ে। বুকে জড়িয়ে রেখেছেন মাত্র কয়েকদিন বয়সী কন্যা সন্তানকে।

গবেষণার কাজের ধকলে ফেব্রুয়ারির শেষ দিকে মিনালের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কয়েকদিন হাসপাতালে থেকেই ফিরে গিয়েছিলেন গবেষণার জগতে। মার্চের ১৮ তারিখ চূড়ান্ত গবেষণা সংক্রান্ত রিপোর্ট এবং কিট মাই ল্যাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন। সেদিনই ভর্তি হন হাসপাতালে। ১৯ মার্চ কন্যা সন্তানের জন্ম দেন।

মিনালের তৈরি কিট ইতিমধ্যেই আই সি এম আর এর অনুমোদন পেয়ে গেছে। এই কিট নির্ভুল ফলাফল দিচ্ছে। এই কিট দিয়ে প্রায় একশটি নমুনা পরীক্ষা করা সম্ভব।খরচ মাত্র বারশ টাকা।

সারা বিশ্বেই করোনা ভাইরাস টেস্টিং কিটের অসম্ভব আকাল। ভারতে সম্পুর্ন ভাবে তৈরি এই কিট আগামী কয়েকদিনে এগ্রেসিভ টেস্টিং’র পথকে অনেকটাই সহজ করে দিল। করোনা ভাইরাস সংক্রমণ আটকানোর অনেক গুলো পদ্ধতির মধ্যে মাস টেস্টিং একটি ধাপ।

মিনাল সমাধানের জন্ম দিয়েছেন। অপেক্ষা শুধু প্রয়োগের ।

COMMENTS