করোনা ভাইরাস- লক ডাউন: দেশের সব ট্রেন বাতিল

করোনা ভাইরাস- লক ডাউন: দেশের সব ট্রেন বাতিল

করোনা ভাইরাস- লক ডাউন: দেশের সব ট্রেন বাতিল

জনতা কারফিউয়ের দিনেই আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিল রেল মন্ত্রক ।

জনতা কারফিউ কি সারা দেশে চূড়ান্ত লক ডাউনের শুরুয়াত? প্রশ্ন উঠছে। গতকালই রাজস্থান সরকার সারা রাজ্যে লক ডাউন ব্যবস্থা ঘোষণা করে দিয়েছে। মমতা ব্যানার্জিও দাবি তুলেছিলেন অন্য রাজ্য থেকে কোনও ট্রেন যাতে পশ্চিম বঙ্গে প্রবেশ না করে।

মাত্র কয়েক ঘন্টা আগে রেল মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। কোনও প্যাসেঞ্জার ট্রেনই চলবে না । শুধুমাত্র মালবাহী ট্রেন গুলোকে লক ডাউনের আওতায় রাখা হয় নি ।

এর আগে রেল মন্ত্রক নির্দেশ দিয়েছিল নিতান্ত প্রয়োজন না হলে যাতে কেউ ট্রেন সফর না করেন । দেখা গেছে করোনা ভাইরাসের কোয়ারেন্টাইনে থাকা অনেকেই এই নির্দেশ মানছেন না । স্বভাবতই ট্রেন যাত্রা নিরাপদ যে না তা গত কয়েকদিনের অভিজ্ঞতায় প্ৰমাণ হয়ে গেছে । এরপরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল রেল মন্ত্রক।

রেল মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে :

১. সব দূর পাল্লার মেইল / এক্সপ্রেস, ইন্টারসিটি এবং প্যাসেঞ্জার ট্রেন ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে।

২. আজ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত সব মেট্রো রেল বাতিল করা হয়েছে ।

৩. আজ বিকাল চারটার আগে যে সমস্ত দূরপাল্লার ট্রেন যাত্রা শুরু করেছে বা করবে সেগুলি গন্তব্যে পৌঁছানো পর্যন্ত স্বাভাবিক থাকবে।

মোদ্দা কথা হল আগামী ৩১ মার্চ পর্যন্ত ট্রেনের চাকা আর চলছে না।

COMMENTS