ত্রিপুরায় সীমান্ত হাটে করোনা ভাইরাস নিয়ে এসেছে নতুন বেচাকেনা !

সীমান্ত হাটে, মাত্র কয়েক দিনে পরিচিত হয়ে ওঠা করোনা ভাইরাসও কি রোজগার দিতে পারে!
হ্যাঁ, পারে।
করোনা ভাইরাস ঠেকাতে মাস্ক পরার পরামর্শ আছে।
ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে রয়েছে বেশ কিছু সিমান্ত হাট। দুই দেশের ব্যবসায়ীরা জিনিস বেচাকেনা করেন। দু’দেশের মানুষরাই যান সেসব হাটে। বিএসএফ নিয়ম করেছে সীমান্ত হাটে ঢুকতে মুখে লাগাতে হবে মাস্ক। মাস্ক ছাড়া কাউকেই সীমান্ত হাটে ঢুকতে দেয়া হবে না। ত্রিপুরার দিক থেকে যারাই সীমান্ত হাটে যাচ্ছেন তাদের পরতে হচ্ছে মাস্ক।আইডি কার্ড তো নিতে হচ্ছেই, যেমন নিতে হয়।
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পঁয়তাল্লিশ মিনিট দূরে বাংলাদেশের কুমিল্লা সীমান্তে কমলাসাগরে একটি সীমান্ত হাট আছে।
আগরতলা থেকে কয়েকজন ইদানিং হাট এলাকায় নিয়ে যাচ্ছেন মাস্ক।বিভিন্ন দামের। তারা হাটে ঢোকেন না। সিমান্তে দাঁড়িয়ে থাকেন মাস্ক নিয়ে। মাস্ক পরে ঢুকতে হবে হাটে, হাতের কাছে তাদের কাছ থেকেই মাস্ক কিনে হাটে ঢুকছেন সাধারণ মানুষ।
অবশ্য বাংলাদেশ থেকে যারা আসেন তাদের সেসব বালাই নেই। তাদের অনেকেই মাস্ক ছাড়াই সীমান্ত হাটে।

COMMENTS