মণিপুরের ছাত্রীটির সহযাত্রীদের খোঁজ চলছে, এখনও কেউ অসুস্থ না

মণিপুরের ছাত্রীটির সহযাত্রীদের খোঁজ চলছে, এখনও কেউ অসুস্থ নাFeatured Video Play Icon

মণিপুরে তেইশ বছরের ছাত্রী করোনা আক্রান্ত। উত্তরপূর্ব ভারতে এই প্রথম। তিনি ইংল্যান্ড থেকে ফিরেছেন।
সকালেই বিষয় জানিয়েছে।

কলকাতা, আগরতলা হয়ে তিনি বিমানে ইম্ফলে পৌঁছান ২১ মার্চ।
মণিপুরে তার সহযাত্রীদের সাবধান করা হয়েছে, কারও খোঁজ চলছে। এখন পর্যন্ত তাদের মধ্যে প্রাথমিক অসুস্থতা নিয়ে কেউ হাসপাতালে আসেননি।

ত্রিপুরার মুখ্যসচিব মনোজ কুমার বলেছেন, ছাত্রীটির সঙ্গে যারা একই এয়ারএশিয়ার বিমানে আগরতলায় এসেছেন তাদের সবার খোঁজ চলছে। যাদের পাওয়া গেছে, তাদের হোম কোয়ারাইন্টাইন-এ থাকতে বলা হয়েছে।
আগরতলায় যারা এসেছেন, তাদের কারও ক্ষেত্রেই এখনও আক্রমণের লক্ষণ নেই, বলেছেন মুখ্যসচীব।
ত্রিপুরায় জরুরি পরিষেবার যারা আছেন, তাদের ছুটি বাতিল হয়েছে। শুধুমাত্র যারা ‘মেডিক্যাল লিভ’ নিয়েছেন তাদের ছুটি বজায় থাকবে।

সরকার যেকোন জায়গায়কে কোয়ারানন্টাইন হাউজ হিসেবে ঘোষণা করতে পারে। সাংঘাতিক দরকার নেই, এমন সরকারি অফিস বন্ধ করে দিতে বলা হয়েছে।
শুধুমাত্র মালবাহী গাড়ি চলাচল বন্ধ করা হবে না।
ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, তিনজন একসঙ্গে হতে পারবেন না।

COMMENTS