সতর্কতামূলক ব্যবস্থায় একজনকে করোনা ভাইরাসের জন্য হাসাপাতালে নজরদারিতে রাখা হয়েছে। এই প্রথম কাউকে ত্রিপুরায় করোনা ভাইরাস বিষয়ে আইসোলেসন ওয়ার্ডে নেয়া হল।
ত্রিপুরায় করোনা প্রতিরোধের নোডাল অফিসার ডাঃ রাধা দেববর্মা জানিয়েছেন, এক যুবক সম্প্রতি ইতালিয়ানদের সঙ্গে ছিলেন কিছুদিন। গত কয়েকদিন ধরে তিনি কফ, সর্দি,ইত্যাদিতে ভুগছেন। তিনি নিজেই একটি হাসপাতালে যান । সেখানে চিকিৎসকরা সব শুনে তাকে পাঠিয়ে দেন আইসোলেসন ওয়ার্ড আছে এমন হাসপাতালে। তাকে সরকারি মেডিক্যাল সুবিধায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি, বলেছেন নোডাল অফিসার।
প্রথম হাসপাতালে কিছু স্বাস্থ্যকর্মী আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
(গুজব এবং আতঙ্ক যেন না ছড়ায়, তাই হাসপাতালের নাম, পরিচয়, ইত্যাদি দেয়া হল না। আগেও ত্রিপুরায় কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছিল, তবে তারা নিজের বাড়িতেই ছিলেন। এখনও ত্রিপুরায় কোনও করোনা ভাইরাস আক্রান্তের খবর নেই। ত্রিপুরার এক যুবক এই ভাইরাসে মারা গেছেন, তবে তিনি বিদেশে থাকতেন, এবং সেখানকার হাসপাতালেই মারা গেছেন।)
আগরতলা, ত্রিপুরা
COMMENTS