ত্রিপুরায় আগামী দু’হাজার মানুষের কোভিড ওয়ান নাইন পরীক্ষা হবে।
তাছাড়া উদয়পুরে, কাঞ্চনপুরের সাতনালায় ও দামছড়ায় র্যাপিড কিটে টেস্ট হবে ওইসব এলাকার অন্তত দশ শতাংশ মানুষের। ত্রিপুরায় দু’জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে। তারা ওইসব এলাকায় ছিলেন, তাই পরীক্ষার ব্যবস্থা।
দু’জনের মধ্যে একজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
জিবিপি হাসপাতালের সাতজন ডাক্তার জেলা স্তরের ডাক্তারদের কোভিড ওয়ান নাইন চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন। করোনা ভাইরাস সংক্রমণ চিকিৎসায় যুক্ত স্বাস্থ্যকর্মীদের ইনসেনটিভ দেয়া হবে যার যার স্কেল অনুযায়ী।
দশ হাজারের বেশি মানুষের কোয়ারান্টিন পিরিয়ড শেষ হয়েছে ত্রিপুরায়। মোট ৮৬৫ জনের নমুনা নেয়া হয়ছে, পরীক্ষা হয়েছে ৭৬২ জনের।
COMMENTS