টিটিএডসি ভোটে ১৮ আসন পেয়েছে টিএসপি ( তিপ্রা মথা)

টিটিএডসি ভোটে ১৮ আসন পেয়েছে টিএসপি ( তিপ্রা মথা)ফাইল ছবি

‘গ্রেটার তিপ্রাল্যান্ড’ স্লোগানে মুছে গেল ‘তিপ্রাল্যান্ড’। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ ভোটে টিএসপি’র নামে লড়া মাস দুই পুরানো তিপ্রা মথা সংখ্যাগরিষ্ঠ। গত নির্বাচনে আঠাশে আঠাশ আসন পাওয়া বামফ্রন্ট পেয়েছে শূন্য আসন। ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের হাত ধরেই আশির দশকে উপজাতিদের জন্য এই জেলা পরিষদ তৈরি হয়েছিল। কয়েকশ বছর রাজত্ব করলেও ত্রিপুরার রাজারাও না, পরে কংগ্রেস-যুবসমিতি সরকারও না, বামফ্রন্ট সরকারই ককবরককে স্বীকৃতি দিয়ে সরকারি ভাষা করে। জুমিয়া পরিবারকে বামফ্রন্ট সরকারই পাকা ছাদের ঘর তৈরি করে দিয়েছে, খুমুলুঙ হয়েছে শহর,’গ্রেটার তিপ্রাল্যান্ড’ স্লোগানে এসবই চাপা পড়ে গেছে।
রাজ্যের শাসক বিজেপি’র ‘ত্রিপল ইঞ্জিন’ স্লোগান কাজ করেনি। ‘তিপ্রাল্যান্ড’ স্লোগানে তিনবছর আগে উপজাতি আসন জয় করা আইপিএফটি একটি আসনও পায়নি, তাদের কাঁধে ভর করে সেসব আসনে বিজেপিও তাদের সাথে নিয়েও ক্ষমতা দখল করতে পারেনি।

তিপ্রা মথা ২৩ আসনে প্রার্থী দিয়ে জয়ী হয়েছে ১৬ আসনে। তাদের সহযোগী আইএনপিটি জিতেছে ২ আসন। আইএনপিটি লড়েছিল ৫টি আসনে।
বিজেপি ১৪ আসনে লড়ে জয়ী হয়েছে ৯টি আসনে। বিজেপির সহযোগী আইপিএফটি ১৭ আসনে লড়েও একটি আসনেও জয়ী হতে পারেনি।
তিন বছর আগে বিধানসভা নির্বাচনে আইপিএফটি নয় আসনে লড়ে জয়ী হয়েছিল ৮টি আসনে।
বামফ্রন্ট ২৮ আসনে প্রার্থী দিলেও কোন আসনে জয়ী হতে পারেনি। রাইমাভ্যালি, দশদা কাঞ্চনপুর এবং পূর্ব মুহুরীপুর ভুরাতলী আসনে বেশ কয়েকবার বাম প্রার্থীরা এগিয়ে ছিল একসময়, দ্বিতীয় স্থান আছে ছয় আসনে।
কংগ্রেস কোন জায়গাতেই দাঁত ফোটাতে পারেনি।

গণ্ডাছড়া গঙ্গানগর কেন্দ্রে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী ভুমিকা রঞ্জন রিয়াং।
জয়ী হয়েছেনঃ
১- দামছড়া-জম্পুই – ভবরঞ্জন রিয়াং, তিপ্রা মথা
২- মাছমারা – স্বপ্না রানী দাস, বিজেপি
৩-দশদা-কাঞ্চনপুর – শৈলেন্দ্র নাথ, বিজেপি
৪- করমছড়া – বিমল কান্তি চাকমা , বিজেপি
৫-ছাওমনু – হংস কুমার দেববর্মা , বিজেপি
৬-মনু-ছৈলৈংটা – সঞ্জয় দাস বিজেপি
৭-ডেমছড়া-কচুছড়া – ধীরেন্দ্র দেববর্মা, তিপ্রা মথা
৮-গঙ্গানগর-গন্ডাছড়া – ভূমিকানন্দ রিয়াং, নির্দল
৯-হালাহালি-আশারামবাড়ি- অনন্ত দেববর্মা তিপ্রা মথা
১০-কুলাই-চাম্পাহাওড় – অনিমেষ দেববর্মা, তিপ্রামথা
১১মহারানী-তেলিয়ামুড়া- কমল কলই, তিপ্রা মথা
১২-রামচন্দ্রঘাট – সোয়েল দেববর্মা তিপ্রা মথা
১৩-সিমনা-তমাকারী রবীন্দ্র দেববর্মা তিপ্রা মথা
১৪- বোধজংনগর-ওয়াকিনগর রুনিয়েল দেববর্মা তিপ্রামথা
১৫-জিরানীয়া – জগদীশ দেববর্মা আইএনপিটি
১৬-মান্দাই-পুলিনপুর – চিত্তরঞ্জন দেববর্মা তিপ্রা মথা
১৭-পেকুয়ারজলা-জন্মেজয়নগর গণেশ দেববর্মা তিপ্রা মথা
১৮- টাকারজলা-জম্পুইজলা প্রদ্যোত কিশোর দেববর্মন, তিপ্রামথা
১৯-আমতলী-গোলাঘাটি উমা চরন দেববর্মা আইএনপিটি
২০-কিল্লা-বাগমা- পূর্নচন্দ্র জমাতিয়া তিপ্রা মথা
২১-মহারানী-চেলাগাং সম্রাট জমাতিয়া বিজেপি
২২- কাঠালিয়া=মির্জা=রাজাপুর পদ্মলোচন ত্রিপুরা বিজেপি
২৩-অম্পিনগর – সদাগর কলই তিপ্রা মথা
২৪-রাইমাভ্যলী- রাজেশ ত্রিপুরা, তিপ্রা মথা
২৫-নতুনবাজার-মালবাসা – ডলি রিয়াং তিপ্রা মথা
২৬- বীরচন্দ্রনগর-কলসী সঞ্জীব রিয়াং বিজেপি
২৭- পূর্ব মহুরীপুর-ভুরাতলী – দেবজিৎ ত্রিপুরা তিপ্রা মথা
২৮- শিলাছড়ি-মনুবংকুল – কংজং মগ বিজেপি

COMMENTS