ঘরের মেয়েরা জামায় সেফটিপিন গুঁজে দিন কাটাচ্ছেন। যন্ত্রণাবিদ্ধ এক বাবা শহরের রাস্তায় দাঁড়িয়ে বলেছেন। পেশায় রিক্সা চালক এই বাবা বৃহস্পতিবার বের হয়েছিলেন আগরতলার রাস্তায় রিক্সা টানতে। কিন্তু সকালেই পুলিশ তাকে আটক করে বসিয়ে রাখে। সারাদিন আর রিক্সায় প্যাডেল চাপা হয় নি। তার মতো অনেকেই এদিন শহরের রস্তায় নেমেছিলেন রিক্সা নিয়ে। সবাইকে লকডাউন ভাঙার অপরাধে পুলিশ আটকায়। আগরতলার বটতলাতে রাখা হয় তাদের রিক্সা। সেখানে বসেই শ্রমিকরা জানিয়েছেন, রেশন থেকে চাল দেয়া হয়েছে। কিন্তু সংসার চালাতে অন্য অনেক কিছুই চাই। ঘরে ছয়জন। মেয়েদেরর জামা ছিঁড়েছে। বাবা হয়ে দেখতে পারছেন না আর। উপায় না দেখে বৃহস্পতিবার রিক্সা নিয়ে শহরে বের হয়েছিলেন। লকডাউন ভাঙ্গার কারণে তাদের রিক্সা আটকে রাখে পুলিশ।
ভিডিওঃ অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা
COMMENTS