ভেন্টিলেটর অর্ডার দিলে আসতে চার/পাঁচ মাস লাগে

ত্রিপুরায় এখনও কোনও কোরনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। কোয়ারান্টাইনে আছেন ৬৬২০ জন।

ভেন্টিলেটর অর্ডার দিলে আসতে চার/পাঁচ মাস লাগে।এখন ত্রিপুরায় কোভিড-নায়েন্টিন পরীক্ষার কিট আছে দুই হাজার। কুড়িটি ভেন্টিলেটর অর্ডার করা হয়েছে। ১০০ বেডের আইসিইউ করা হবে, দুইকোটি পাওয়া গেছে, মোট পাঁচ কোটি চাওয়া হয়েছে। এককোটির পিপিই,ইত্যাদি, আর এককোটি দিয়ে ভেন্টিলেটর, ইত্যাদি কেনা হবে। নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটে ৩০ বেডের কোভিড আইসোলেসন ওয়ার্ড খোলা হবে কয়েকদিনের মধ্যে , ভেন্টিলেটরও থাকবে।

১৪ এপ্রিলের পর লকডাউন উঠলেও পর্যায়ক্রমে উঠবে। আন্তরাজ্য বাস পরিসেবা বন্ধই থাকবে। স্কুল-কলেজও, ইঙ্গীত তেমনই।

ত্রিপুরায় এখন পর্যন্ত পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে ১৯২ ! তারমধ্যে ১৭২ নমুনার ফল পাওয়া গেছে, নেগেটিভ।

বাজারে জিনিসের দাম নিয়ে মার্চেন্ট এসোসিয়েসনের নেতারা ছিলেন, সাংবাদিকদের মতে বাস্তবের সাথে তাদের তথ্য যায়  না।

COMMENTS