‘১০৩২৩’ শিক্ষকরা মে মাসের মধ্যে চাকরির দাবি জানালেন। দাবি জানালেন সহকর্মী মৃত্যু নিয়ে তদন্তের।

পুলিশ ডেকে পাঠিয়েছে ‘১০৩২৩’ শিক্ষকদের একটি সংগঠনের নেতা বিমল সাহাকে।

মার্চের ২০ তারিখ মামলাটি নিয়ে ছিল আগরতলার পশ্চিম থানা ।

সেদিন বিমলা সাহারা চাকরির নিশ্চয়তার দাবিতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত করেছিলেন, বিধানসভায় যাবেন ঘোষণা দিয়েছিলেন আগেই। তাদের ভবনের সামনেই পুলিশ আটকে দিয়ে পাশের চিলড্রেন্স পার্কে কয়েকঘন্টা আটকে রেখেছিল। আগেও দু’/একজনকে থানায় ডেকে পাঠানো হয়েছিল।

শিক্ষকরা থানায় এসে সোমবারে কী কারণে ডাকা হয়েছে জানতে চেয়েছেন। বাইরে এসে বলেছেন, এম যেন আর না করা হয়। মে মাসের মধ্যেই যেন তাদের চাকরির ব্যবস্থা করা হয়।

শিক্ষকরা গিয়েছিলেন জিবিপি হাসপাতালেও। সুপার ডাঃ রণজিৎ কুমার দাস’র  সাথে দেখা করে তাদের একজন সহকর্মীর চিকিৎসায় গাফিলতি হয়েছে, এবং সে কারণে তিনি মারা গেছেন অভিযোগ করেছেন।

 

‘১০৩২৩’ শিক্ষকরা ৩১ মার্চে চাকরি হারিয়েছেন।

COMMENTS