বিরোধী সিপিআই(এম)ও একই জিনিস করল !

বিরোধী সিপিআই(এম)ও একই জিনিস করল !

দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা’র পতিছড়িতে নৈদরবাসী পাড়ায় রবিবারে বিরোধী সিপিআই(এম)-এ যোগ দিয়েছেন চার পরিবারের এগারো জন। তাদের স্বাগত জানিয়েছেন উপজাতি স্বাশাসিত জেলা পরিষদের   প্রাক্তন সদস্য এবং সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য পরীক্ষিৎ মুড়াসিং।

 

সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী সেপ্টেম্বরের ১ তারিখ সিদ্ধান্ত নিয়েছিল, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সব ‘আন্দোলন-সংগ্রাম’ বন্ধ রাখার । সেই সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি দেয়া হয়েছিল।

 

দল বদলের ছবি সিপিআই(এম) শান্তিরবাজার সাব-ডিভিসনাল কমিটি’র ফেসবুক পেজে দেয়া হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সভা করার সময় চেয়ারে চেয়ারে ফাঁক থাকলেও, পতাকা হাতে নেয়ার ছবিতে কোনও শারীরিক দূরত্ব নেই, মুখে মাস্কও নেই।

 

দ্লের সিদ্ধান্ত ও দল বদল, এই ব্যাপারে পরীক্ষিৎ মুড়াসিং’র কাছে জানতে চেয়েছিল দ্য প্লুরাল কলাম, তিনি বলেছেন, “ এটা বড় কিছু নয়। ছোটখাটো সভা। গ্রামের কয়েকজনকে নিয়ে।“ তারবেশি কিছু বলেননি তিনি।

 

শাসক বিজেপি কিংবা বিরোধী সিপিআই(এম) একইরকম ঘোষণা দিয়ে একইরকম কাজ করল।

 

COMMENTS