ত্রিপুরা বার এসো ভোটে হেরে গেল বিজেপি

ত্রিপুরা বার এসো ভোটে হেরে গেল বিজেপি

ত্রিপুরা বার এসোসিয়েসন নির্বাচন জিতেছে সেভ কনস্টিটিউসন ফোরাম। ক্ষমতায় থাকা বিজেপি ল এন্ড লিগ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট প্রার্থীরা হেরে গেছেন।
সেভ কনস্টিটিউসন ফোরাম জিতেছে পনেরটির মধ্যে বারটি পদে, তিনটি গেছে বিজেপি’র দিকে।
গত নির্বাচনে বিজপি’র প্রার্থীরা বারটি আসন জিতেছিলেন।

আগরতলায় এই নির্বাচন হল। সভাপতি থেকে সম্পাদক, কোনও পদেই বিজেপি জিততে পারেনি, তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন বিজেপি থেকে।
সভাপতি হচ্ছেন মৃণাল কান্তি ভৌমিক, পেয়েছেন ২২২ ভোট, বিজেপি’র অরবিন্দ দেব’র থেকে ৬৫ ভোট বেশি, অরবিন্দ পেয়েছেন ১৫৭ ভোট। সভাপতি, সম্পাদক, ইত্যাদি পদের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্যে জয়। সম্পাদক হিসেবে জয়ী কৌশিক ইন্দু, তিনি পেয়েছেন ২১৬ ভোট, বিজেপি’র আশিস বর্ধন পেয়েছেন ১৬৩ ভোট, পার্থক্য ৫৩ ভোটের।
একদিকে ছিলেন বিজেপি প্রার্থীরা। ফোরামের প্রার্থীদের মধ্যে পরিচিত কংগ্রেসী বা বামপন্থী আইনজীবী আছেন। ভোটের আগে তারা বলেছিলেন, কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না ফোরাম। এখানে কোনও বিজেপিপন্থী আসতে চাইলে, তিনিও স্বাগত। বিজেপি পরিচালিত কমিটির বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল, কমিটি উকিলদের স্বার্থে কথা বলেনি, এমনকী উকিল আক্রান্ত হলেও এগিয়ে আসেনি।

বার এসোসিয়েসনের ভোট নিয়ে বিজপি’র প্রদেশ অফিসে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, এডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক, প্রমুখের উপস্থিতিতে আলোচনাও হয়েছিল।

বিশিষ্ট আইনজীবীরা এই ভোটের পর মতামত দিয়েছেন। হাইকোর্ট বার এসোসিয়েসন নির্বাচনেও এই ফলের প্রভাব পড়বে বলেও মন্তব্য এসেছে।

সুবিধাবাদী জোটের কাছে বিজেপি পরাজিত হয়েছে, এই মন্তব্যও আছে।

 

ত্রিপুরা বার এসোসিয়েসন নির্বাচনে বিরোধীরা একজোট বিজেপি’র বিরুদ্ধে

COMMENTS