রাস্তায় একসাথে বিজেপি,সিপিআই(এম) !

রাস্তা হবে , সরকারি জমি দখলমুক্ত করতে  তাই একসাথে এলেন রাজ্যের শাসক দল বিজেপি বিধায়ক, আর পুর নিগমের সিপিআই(এম) কাউন্সিলর। বিধানসভায় সিপিআই(এম) বিরোধী দল। আর দুইজনেই এই এলাকার জনপ্রতিনিধি।

ত্রিপুরার রাজধানী আগরতলায় এই দারুন রাজনৈতিক ছবি দেখা গেল।

জিবি বাজার থেকে এসডিও চৌমোহনী পর্যন্ত রাস্তা পাশে বাড়বে। সরকার জায়গা নিয়েছিল বহু বছর আগেই। সীমানা মেপে জমির দখল সরকারের হাতে নেই। কারও দোকান, কারও ঘর রয়েছে রাস্তার জায়গায়। সাতদিন সময় দেয়া হয়েছিল,এখন কুড়ি দিনের সময় দেয়া হয়েছে জায়গা খালি করে দেয়ার জন্য। যাদের স্থায়ী ঘর পড়ছে, তাদের আরেকটু বেশি সময় দেয়া হতে পারে। যেহেতু সরকারি জায়গা, একদিন ছেড়ে দিতে হবেই।

বিধায়ক, প্রাক্তনমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেছেন, মানুষের সহযোগিতা পাচ্ছেন, প্রশাসন এগিয়ে এসেছে। মানবিক দৃষ্টি নিয়েই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

আগরতলা,ত্রিপুরা

COMMENTS