করোনা ভাইরাসঃ ত্রিপুরার জেলায় বাড়ির গেটে পড়ল প্রশাসনের নোটিস

করোনা ভাইরাসঃ ত্রিপুরার  জেলায় বাড়ির গেটে পড়ল প্রশাসনের নোটিস

প্রশাসনের নোটিস পড়ল ধলাই জেলায়। সতর্ক থাকতে বলা হয়েছে। ত্রিপুরায় এখনও কোনও করোনা ভাইরাস আক্রান্ত পাওয়া যায়নি। সচেতন থেকেই তাকে মোকাবিলা সম্ভব, পরামর্শ স্বাস্থ্য বিষজ্ঞদের।
 
নোটিস বলছে, “ সতর্কীকরন । কোভিড-১৯।
এই বাড়িতে নোভেল করোনা ভাইরাস ( কোভিড-১৯) কোরানটিন্ড ব্যাক্তিরা আছেন।
16/03/2020 তারিখ থেকে 29/03/2020 তারিখ
কোয়ারানটিন্ড ব্যাক্তিরা ব্যাতীত অন্য সকল জনসাধারণ নিজের এবং সামাজিক সুরক্ষার জন্য এই বাড়ি থেকে দূরে থাকুন। কোয়ারিনটিন্ড ব্যাক্তিরা এই বাড়ির বাইরে যাবেন না এবং জনসাধারণের সংস্পর্শে আসেবন না এবং তাদের নিকটাত্মীয়দের থেকেও আলাদা থাকবেন।
এই নির্দেশিকা অমান্যকারীদের বিরুদ্ধে ফিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই নাম্বারে ০৩৮২৬-২৬৭২৬১ বিশদ জানার জন্য যোগাযোগ করতে পারেন।
জনস্বার্থে জেলা প্রশাসন কতৃক প্রাচারিত। “

COMMENTS