আগরতলার মিলনচক্র এলাকায় অনিমা চক্রবর্তী নামে একজনকে তার স্বামী খুন করেছেন বলে অভিযোগ।স্বামী গৌতম চক্রবর্তী। সকালে ঘটনার পর থেকে স্বামী বেপাত্তা। তাদের এক ছেলে। পারিবারিক ঝামেলার জেরে এই ঘটনা বলে পুলিশের অনুমান। ঘটনাস্থলে গেছেন পুলিশ আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে। মিলনচক্রের শ্রীনগরে এক নম্বর গলিতে এই ঘটনা।
নিজের ঘরেই এক মহিলার ঝুলন্ত দেহ, সকালে বিশালগড়ের রামছড়া এলাকায়। নাম, প্রিয়রা বেগম, ৫৫ বছরের। মহিলার ছেলে বিষয়টি প্রথম দেখতে পান। সকালে মায়ের ঘরের দরজার সামনে গিয়ে ছেলে অনেক বার ডাকাডাকি করেন। দরজা না খোলায়, পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে দেখেন মায়ের ঝুলন্ত দেহ। তার আগেও তিনি দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবার থেকে জানা গেছে। কিন্তু পরিবারের লোকজনরা বিষয়টি দেখে ফেলায় মহিলাকে বাঁচানো সম্ভব হয়েছিল। প্রিয়রা বেগমের দুই ছেলে, এক মেয়ে।
COMMENTS