ত্রিপুরায় কোভিড ওয়ান নাইন পজিটিভ আরও ১৬

  ত্রিপুরায় কোভিড ওয়ান নাইন পজিটিভ আরও ১৬ মুম্বাই থেকে আসা ট্রেন যাত্রীদের মধ্যে ষোলজনকে পাওয়া গেছে কোভিড ওয়ান নাইন পজিটিভ। তাদের আগারতলায় শহিদ ভগৎ সিং যুব আবাসে নিয়ে আসা হচ্ছে। কাল সকালের মধ্যে সবাইকেই আনা হবে। তাদের হোম কোয়ারান্টিনেই থাকতে বলা হয়েছিল। স্বাস্থ্য সচিব এস কে রাকেশ জানিয়েছেন। ট্রেনটি পরশু আগরতলায় পৌঁছেছিল।

 

ত্রিপুরায় কোভিড ওয়ান নাইন পজিটিভ আরও ১৬

মুম্বাই থেকে আসা ট্রেন যাত্রীদের মধ্যে ষোলজনকে পাওয়া গেছে কোভিড ওয়ান নাইন পজিটিভ। তাদের আগারতলায় শহিদ ভগৎ সিং যুব আবাসে নিয়ে আসা হচ্ছে। কাল সকালের মধ্যে সবাইকেই আনা হবে। তাদের হোম কোয়ারান্টিনেই থাকতে বলা হয়েছিল। স্বাস্থ্য সচিব এস কে রাকেশ জানিয়েছেন।

ট্রেনটি পরশু আগরতলায় পৌঁছেছিল।

preload imagepreload image