আইপিএফটি নেতা খুন গণ্ডাছড়ায়

আইপিএফটি নেতা খুন গণ্ডাছড়ায়

ত্রিপুরায় শাসক জোটে শরিক আইপিএফটি’র এক নেতা খুন হয়েছেন, গণ্ডাছড়ায়।
আহত অবস্থায় গতরাতে আগরতলায় আনার পথে মারা যান ওয়ারিশ আলি।

ওয়ারিস  আগে সিপিআই(এম) করতেন, বছরখানেক  আগে যোগ দিয়েছিলেন আইপিএফটিতে।

গন্ডাছড়া মহকুমার নারায়নপুর  এডিসি ভিলেজের  ওয়ারিশ আলির বাড়িতে রাত এগারটা নাগাদ  দুস্কৃতিকারীরা হামালা চালায় বলে অভিযোগ।  ওয়ারিশ আলি এবং তার স্ত্রী সালেমা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
বাড়ির লোকজন  তাদেরকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে গেলে, সঙ্গে সঙ্গেই আগরতলা রেফার করে দেয়া হয়।  গন্ডাছড়ার  ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছাতেই ওয়ারিশ আলি  মারা যান বলে খবর।।
সকালে ঘটনাস্থলে যান গন্ডাছড়া মহকুমার পুলিশ আধিকারিক এবং ধলাই জেলার পুলিশ সুপার। গেছে ডগ স্কোয়াডও।
পুলিশ ঘটনার তদন্ত  করেছে।
ওয়ারিশ আলির ভাই বলেছেন, রাতে যারা আক্রমণ চালিয়েছে তারা অনেকক্ষণ তার ভাইয়ের ঘরেই ছিল,  ভাইয়ের সঙ্গে কথা বলছিল। তারপর আচমকা আক্রমণ। কিন্তু তাদের তারা চেনেন না।

ত্রিপুরায় শাসক জোটে শরিক আইপিএফটি’র এক নেতা খুন হয়েছেন, গণ্ডাছড়ায়।
আহত অবস্থায় গতরাতে আগরতলায় আনার পথে মারা যান ওয়ারিশ আলি।

ওয়ারিস  আগে সিপিআই(এম) করতেন, বছরখানেক  আগে যোগ দিয়েছিলেন আইপিএফটিতে।

গন্ডাছড়া মহকুমার নারায়নপুর  এডিসি ভিলেজের  ওয়ারিশ আলির বাড়িতে রাত এগারটা নাগাদ  দুস্কৃতিকারীরা হামালা চালায় বলে অভিযোগ।  ওয়ারিশ আলি এবং তার স্ত্রী সালেমা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
বাড়ির লোকজন  তাদেরকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে গেলে, সঙ্গে সঙ্গেই আগরতলা রেফার করে দেয়া হয়।  গন্ডাছড়ার  ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছাতেই ওয়ারিশ আলি  মারা যান বলে খবর।।
সকালে ঘটনাস্থলে যান গন্ডাছড়া মহকুমার পুলিশ আধিকারিক এবং ধলাই জেলার পুলিশ সুপার। গেছে ডগ স্কোয়াডও।
পুলিশ ঘটনার তদন্ত  করেছে।
ওয়ারিশ আলির ভাই বলেছেন, রাতে যারা আক্রমণ চালিয়েছে তারা অনেকক্ষণ তার ভাইয়ের ঘরেই ছিল,  ভাইয়ের সঙ্গে কথা বলছিল। তারপর আচমকা আক্রমণ। কিন্তু তাদের তারা চেনেন না।

COMMENTS