টানা ১৪ দিন বাড়ছে জ্বালানি তেলের দাম

টানা চৌদ্দ দিন ধরে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম।
পেট্রলের দাম বেড়েছে লিটারে ৫১ পয়সা, ডিজেলে ৬১ পয়সা শনিবারে।
দুই সপ্তাহে পেট্রলে বাড়ল ৫.৮৮  টাকা, ডিজেলে ৬.৫০ টাকা।
দেশের রাজধানী দিল্লিতে এখন এই দুই জ্বালানির দাম প্রতি লিটারে যথাক্রমে দাঁড়িয়েছে ৭৮.৮৮ টাকা ও ৭৭.৬৭ টাকা। 
করোনা ভাইরাস সংক্রমণ সময়ে ৮২ দিন তেলের দাম বাড়ায়নি কোম্পানিগুলি, ৭ জুন থেকে দাম বাড়ানো শুরু করেছে আবার।
লকডাউন থাকায় সাধারণ পরিবহন, ইত্যাদি দীর্ঘদিন বন্ধ ছিল। তাছাড়াও বেসরকারি গাড়ি, বাইক বিশেষ চলাচল করেনি। তেলের চাহিদাও কম ছিল।
আমেরিকায় তেলের নেভেটিভ হয়ে পড়েছিল।

আনলক পর্যায় শুরু হয়েছে, তেলের দামও বাড়ছে

এই পর্যায়ের আগে মার্চের ১৬ তারিখ জ্বালানি তেলের দামে হেরফের হয়েছিল। কোনও কোনও রাজ্য সরকার ভ্যাট বা সেস বাড়িয়ে ছিল।

কেন্দ্র ১৪ মার্চ পেট্রলে তিন টাকা অতিরিক্ত শুল্ক বসিয়ে ছিল, ডিজেলেও তাই। পেট্রলে কেন্দ্রীয় সরকারের মোট শুল্ক প্রতি লিটারে ২২.৯৮ টাকা আর ডিজেলে ১৮.৮৩ টাকা।

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় খুচরো দামে এদিক-সেদিক করায় বাড়তি তিন টাকা করে বসানো শুল্ক ক্রেতার দিকে আসেনি।

COMMENTS