আগরতলার পোস্ট-অফিস চৌমোহনীর ট্যাঙ্ক ও কামান সরিয়ে নেয়া হল।

আগরতলার হেড পোস্ট অফিসের সামনে থেকে তুলে নেয়া হল ৭১-র ভারত-পাকিস্তান যুদ্ধের স্মারক একটি ট্যাঙ্ক এবং একটি কামান।
শহরতলীর লিচুবাগানের অ্যালবার্ট এক্কা পার্কে এই দু’টি থকবে।

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ কিংবা বাংলাদেশ মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবস্থান ছিল আগরতলার।
প্রায় পাঁচ দশক ধরে ট্যাঙ্ক ও কামান দুটি শহরের পরিচয়ের সাথে মিশে ছিল।
স্মার্ট সিটি’র কাজের জন্য এগুলি সরিয়ে নেয়া হয়েছে বলে স্মার্ট সিটির সিইও শৈলেশ যাদব বিবৃতি দিয়েছেন। যানযট কমাতেই নাকি এই ব্যবস্থা।
সৈনিক বোর্ডের লিখিত অনুমতি আছে সরিয়ে নেয়ার জন্য, তিনি বলেছেন।
তবে তিনি এও দাবি করেছেন, সশস্ত্র বাহিনীর বহুদিনের দাবি ১৯৭১-র যুদ্ধের এবং অ্যালবার্ট এক্কার উপযুক্ত স্মারক বানানো, সেটা পূরণ করাই লক্ষ্য।

লিচুবাগানে অ্যালবার্ট এক্কার নামে পার্ক আছে বেশ অনেক বছর হয়ে এল। এক্কা, আগরতলার কাছে এক যুদ্ধে মারা যান, পরে তাকে পরমবীর চক্রে সম্মানিত করা হয়।

আগরতলা শহরে কয়েকটি রাস্তার সংযোগে শিব মন্দির আছে বটতলায়। স্মার্ট সিটি প্রকল্পে সেটি সরানো হবে কিনা, জানা যায়নি।
মহারাজগঞ্জ বাজারে একটি রাস্তায় সব সময়েই যানজট থাকে। তার জন্য কী ব্যবস্থা, জানা যায়নি।

পোস্ট অফিস চৌমোহনীর পাশের কামান চৌমোহনী, সেখানে ত্রিপুরার রাজন্য আমলের স্মারক আছে। সেই জায়গা কোথাও পোস্টঅফিস চৌমোহনীর থেকেও সরু।

COMMENTS