লকডাউন সময়ে ত্রিপুরায় কর্মী ছাঁটাই, বিক্ষোভ

লকডাউনের জেরে গোটা দেশেই শুরু হয়েছে শ্রমিক ছাঁটাই। ছাঁটাইয়ের মার থেকে বাদ যাচ্ছে না ত্রিপুরার শ্রমজীবী অংশের মানুষও। গতকাল উত্তর ত্রিপুরার জেলা শহর ধর্মনগরে কাজ হারিয়েছেন ১৩ জন। তারা বেসরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করতেন। গত চার বছর ধরে ডিউটি করছিলেন তারা ধর্মনগর হাসপাতালে। গতপরশু রাতে কাজ সেরে বাড়িতে যাবার সময় তাদের ডেকে বলে দেয়া হয় তাদের আর কাজ নেই। পরের দিন থেকে আর আসতে হবে না কাজে। শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় শ্রমিকদের। গতকাল তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কিন্তু সরকারি হাসপাতালের কর্মকর্তাদের কিছু করার ছিল না। কারণ তারা হাসপাতালের নিরাপত্তার বিষয়টি আগেই আউটসোর্সিং করে নিয়েছেন। কাজ হারানো নিরাপত্তাকর্মীরা কিছুক্ষণের জন্য হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করেন। কিন্তু পুলিশ এসে তাদের তুলে দেয়। তাদের বলে তারা যে সংস্থার হয়ে কাজ করছিলেন তাদের সঙ্গে গিয়ে কথা বলতে। এই কর্মীরা কাজ করছিলেন এনএবিএস সংস্থার হয়ে। কাজ হারা শ্রমিকদের একজন বলেছেন, ছাঁটাইয়ের আগে অন্তত নোটিশ দেয়া উচিত ছিল।

COMMENTS