ত্রিপুরায় আজ ২৩!

 

ত্রিপুরায় আজ ২৩!
ত্রিপুরায় আজ ২৩ জন কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছেন।
মোট আক্রান্ত ১২৬৪ জন।
যে ২৩ জন নতুন আক্রান্ত চিহ্নিত হয়েছেন তাদের মধ্যে সিপাহীজলা জেলার ৯, দক্ষিণ জেলার ৫, ধলাই জেলার ৪, খোয়াই জেলার ২, এবং গোমতী, উত্তর ত্রিপুরা,
এবং পশ্চিম জেলার ১ জন জন করে আছেন। এদিন ৯৭৫ জনের স্যাম্পল টেস্ট হয়েছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

COMMENTS