ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নেইঃ বিজেপি

ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নেইঃ বিজেপিFeatured Video Play Icon

ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে কোন মৃত্যুর ঘটনা ঘটে নি। বলেছেন বিজপির মুখপাত্র প্রবীর চক্রবর্তী। গতকাল দলের প্রদেশ দপ্তরে তিনি সামাজিক মাধ্যমে বক্তব্য রাখেন। তার এই ভিডিও আছে দলের ফেসবুক পেজেও।

বিরধীদের ত্রাণ কাজে বাধা দেয়া হচ্ছে, এই অভিযোগ তিনি উড়িয়ে দেন। রক্তদান নিয়েও বাধা দেবার বিষয়টিকে নস্যাৎ করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরার সোনাইছড়ি এলাকায় রক্তদানে বাধা দেয়া হয় নি। খোঁজ খবর নিয়ে জানাগেছে যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান হয়েছে সেখানে। রাজ্যের মানুষের সহানুভূতি আদায়ের জন্য অপপ্রচার করা হচ্ছে বলে তিনি বলেছেন।

উল্লেখ্য রবিবার দক্ষিণ ত্রিপুরার সোনাইছড়িতে বামপন্থী ছাত্র যুবদের রক্তদান কর্মসূচীতে হামলা হয়েছে বলে অভিযোগ। এতে কয়েকজন আহত হন।  

preload imagepreload image