ত্রিপুরায় দ্বিতীয় কোভিড ওয়ান নাইন চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে

ত্রিপুরায়  আরেকটি  কোভিড ওয়ান নাইন চিকিৎসা কেন্দ্র শুরু হয়েছে আগরতলার আইজিএম হাসপাতালে। এখানে  যারা  ‘মডারেট সিম্পটম পেসেন্ট’, তারা  থাকবেন।

ত্রিপুরায় ৯০০ নমুনা পরীক্ষা হয়েছে, দুই বাদে আর সবই ফলাফলে নেগেটিভ। এখন কোয়ারান্টিনে আছেন ৬৬১ জন। দশ হাজারের বেশি মানুষ ১৪ দিনের এই অবস্থা কাটিয়েছেন।

রাজ্যের  সবচেয়ে বড় হাসপাতাল, জিবিপি হাসপাতালেই ত্রিপুরায় এখন পর্যন্ত পাওয়া দুই কোভিড রোগীর চিকিৎসার ব্যবস্থা হয়েছে। একজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, আরেকজন ভর্তি আছেন। আইসিইউসহ করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা  কেন্দ্রটি জিবিপি হাসপাতালেই আছে। সেখানে আরও কুড়িটি বেড বাড়ানো হয়েছে।

আইজিএম হাসপাতালে নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট’র দালানে ত্রিশ বেড নিয়ে কেন্দ্রটি চালু হয়েছে।

স্বাস্থ্য সচিব ডঃদেবাশিস বসু ৪ এপ্রিল নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটে ৩০ বেডের একটি কেন্দ্র    তিন/চার দিনের মধ্যেই চালু হবে বলেছিলেন। তিনি একশ বেডের  একটি ‘আইসিইউ’ চালুর কথাও সেদিন ঘোষণা দিয়েছিলেন, সেটি অবশ্য এখনও চালু হয়েছে বলে জানা যায়নি।

COMMENTS