দক্ষিণ ত্রিপুরার আক্রান্তদের তিন দিনের মাথায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল

দক্ষিণ ত্রিপুরার কোভিড আক্রান্ত যারা শুক্রবার রাতে চিহ্নিত হবার পরেও  বাড়িতেই ছিলেন, তিন দিনের মাথায় আজ সন্ধ্যায় তাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

বিলোনিয়ার নেতাজি সুভাষ পঞ্চায়েতের উপ-প্রধান উত্তম মজুমদার নিশ্চিত করেছেন যে সেই অঞ্চল থেকে আক্রান্তদের  নিয়ে যাওয়া হয়েছে। তিনি দু’টি জায়গার কথা বলেছেন।

আরেকটি সূত্রে জানা গেছে, রাজনগর থেকেও নিয়ে যাওয়া হয়েছে।

“শুক্রবার রাতে কোভিড পজিটিভ হওয়ার খবর জানতে পারি। গতকাল পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছি।
গ্রামের মানুষ পঞ্চায়েতকে বার বার জিজ্ঞেস করছিলেন, তাদের কেন নিয়ে যাওয়া হচ্ছে না চিকিৎসার জন্য। আমি বার বার ফোন পাচ্ছিলাম”, বলেছেন উত্তম মজুমদার। 

“আমরা জেলা শাসকদের সাথে কথা বলব বলে স্থির করেছিলাম। যাইহোক, তারা ভাল হয়ে উঠুন তাড়াতাড়ি।  বাইরে থেকে যারা এসেছেন, তাদের হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে। সবাই সতর্কই আছেন,” তিনি বলেছেন।

COMMENTS