পর পর আত্মহত্যার ঘটনা, আজও এক

পর পর আত্মহত্যার খবর হচ্ছে বেশ ক’দিন ধরে।
বিশালগড়ে দুই সপ্তাহ আগে চৌদ্দ বছরের এক ছাত্রী আত্মহত্যা করেছিলেন।
ত্রিপুরার এই একই মহকুমা থেকে আরেকটি আট ক্লাস পড়ুয়া মেয়ে আত্মহত্যা করার খবর এসেছে।
গকুলনগরে এই ঘটনা হয়েছে।
মেয়েটির বাবা ‘১০৩২৩’ শিক্ষকদের একজন। চাকরি থেকে ছাঁটাই হয়ে এমনিতেই পরিবারটি মানসিকভাবে ভাল ছিল না। 
বাবা  বলেছেন, একটা-দেড়টা পর্যন্ত মেয়ে পড়াশুনা করেছে। তারপর শুতে গেছে পাশের ঘরে। সকালে  দেখেন ঝুলন্ত অবস্থায়।

এই সপ্তাহেই অনূর্ধ্ব -১৯ দলে ত্রিপুরা ক্রিকেট টিমের ক্রিকেটার আয়ন্তী রিয়াং উদয়পুরে নিজের বাড়িতে আত্মহত্যা করেছিলেন বলে খবর হয়েছিল।

COMMENTS