ত্রিপুরায় করোনা আক্রান্ত মারা গেছেন আরও দু’জন

ত্রিপুরায় করোনা আক্রান্ত মারা  গেছেন আরও দু’জনফাইল ছবি

ত্রিপুরায় আরও দু’জন করোনা আক্রান্ত মারা গেলেন আজ,  একজন পশ্চিম ত্রিপুরা জেলার এবং অন্যজন গোমতী জেলার। সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা এখন ১৩। এদের মধ্যে ১২ জন মারা গেছেন এ মাসের ১২ তারিখ থেকে আজ পর্যন্ত।

দু’দিনে কোনও মৃত্যুর খবর ছিল না রাজ্যে ।

আজ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৭ জন,  ৭ জন পশ্চিম ত্রিপুরার, ১০ জন সিপাহীজলার, গোমতীর ১১, খোয়াইয়ের ১ এবং উত্তর জেলার ৮   জন। 

শেষ বেশ কয়েকদিনের মধ্যে আজকেই আক্রান্তের সংখ্যা একটু কম।  

সব মিলিয়ে এখন ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা ৩৯২০।  

আজ টেস্ট   হয়েছিল ২৫৬৭ জনের ।

সকাল থেকেই  শুরু হচ্ছে তিনদিনের  লকডাউন, আসলে রাত নয়টা থেকে কারফিউ থাকায়, লকডাউন শুরু হয়ে গেছে বলাই যায়। 

 সাতদিন চলবে বাড়ি বাড়ি সার্ভের কাজ। কারো জ্বর, কাশি, শ্বাসের সমস্যা বা অন্য কোন করোনা লক্ষণ রয়েছে কিনা তার খবর নেবেন অঙ্গনওয়াড়ী কর্মীরা। প্রয়োজনে হবে এন্টিজেন টেস্ট।

 

COMMENTS