ত্রিপুরায় বাংলাদেশ ফেরত মানুষদের ৩১ জন কোভিড পজিটিভ। সবার রিপোর্ট আসেনি এখনও।

ত্রিপুরায় বাংলাদেশ  ফেরত মানুষদের ৩১ জন কোভিড পজিটিভ। সবার রিপোর্ট আসেনি এখনও।প্রতিকী ছবি

ত্রিপুরায় বাংলাদেশ  থেকে যারা এসেছেন, তাদের সবার  কোভিড টেস্টের জন্য নমুনা নেয়া  হয়েছে, শুধু মাত্র দুটি বাচ্চা বাদে। তবে সবার রিপোর্ট এখনও আসেনি।

প্রথম দফায় বাংলাদেশ থেকে আগরতলা চেকপোস্ট দিয়ে  যারা এসেছিলেন তাদের মধ্যে একজন এবং দ্বিতীয় দফায় যারা এসেছেন তাদের মধ্যে আরও একটি শিশু আছে। এই দুই শিশুকে পরীক্ষা করা হয়নি কারণ, যারা লালা সংগ্রহ করেন তাদের মধ্যে কেউ শিশু রোগ বিশেষজ্ঞ থাকেন না। লালা নিতে গিয়ে যদি রক্তপাত হয় তাহলে বড় ধরণের সমস্যা হতে পারে। তাই শিশুদের পরীক্ষা করা হয়নি। যদি তাদের মা বা বাবার পজিটিভ আসে তাহলে তাদের পজিটিভ ধরে নিয়ে চিকিৎসা হবে। কিন্তু দুই শিশুর সংস্পর্শে যারা ছিলেন তাদের কেউ পজিটিভ না, বলেছেন পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সঙ্গীতা চক্রবর্তী।
বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের কেউ কেউ হোটেলে কোয়ারান্টিনে আছেন,   বেশিরভাগই আছেন সরকারি কোয়ারান্টিনে।
দ্বিতীয় দফায় বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের সবার রিপোর্ট এখনও আসে নি।

গতকাল যে রিপোর্ট এসেছে, তাতে বাংলাদেশ থেকে আসাদের মধ্যে ৩১ জনকে  কোভিড পজিটিভ পাওয়া গেছে।

COMMENTS