চুয়ান্নটি কম্যুনিষ্ট যুব সংগঠন কোভিড ওয়ান নাই সংক্রমণ নিয়ে যৌথ বিবৃতি দিয়ে জনস্বাস্থ্য, শ্রমিক এবং যুব অংশের নিরাপত্তা দাবি করেছে

বিশ্বের চুয়ান্নটি কম্যুনিষ্ট যুব সংগঠন কোভিড ওয়ান নাই সংক্রমণ নিয়ে যৌথ বিবৃতি দিয়ে জনস্বাস্থ্য, শ্রমিক এবং যুব অংশের নিরাপত্তা দাবি করেছে।

গ্রীসের ইয়্যুথ কম্যুনিষ্ট এই বিবৃতি শুরু করেছিল। তাতে একে একে যোগ দেয় বাকীরা।
বিবৃতিটি যুব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলা। সংগ্রাম, একতা এবং আশার কথা আছে এতে। ‘ এই কঠিন সময়ে কম্যুনিষ্ট যুবরা আছেন। আমরা এই যুদ্ধ জিতবই। এখন সময় একতার,  জোট বেঁধেই পেরিয়ে যাব এই যুদ্ধ, বলেছে বিবৃতিটি।

রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য ব্যবস্থার প্রচন্ড অভাব, স্বাস্থ্য ব্যবস্থাকে বাণিজ্যিককরণ,  ইত্যাদি বিষয় আছে বিবৃতিতে।
করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের বিষয়টি পর্যন্ত পুঁজিবাদীদের কাছে প্রতিযোগিতার বিষয়। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা মানুষের ভিত্তিগত সমস্যা নিরসন করতে পারে না।
তারা ডাক্তার,  নার্স, স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছে।

বিবৃতিটি বলেছে, আবারও প্রমাণিত, সমাজতান্ত্রিক ব্যবস্থাই এখন প্রয়োজন। মানুষের অধিকার দিতে পারে এই ব্যবস্থাই।

COMMENTS