ত্রিপুরার প্রাক্তনমন্ত্রী রতিমোহন জমাতিয়া মারা গেছেন

ত্রিপুরার প্রাক্তনমন্ত্রী  রতি মোহন জমাতিয়া সন্ধ্যায় মারা গেছেন।  বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিন বছর ধরেই তিনি প্রায় বিছানাতেই ছিলেন। পড়াশুনা উদয়পুরের রমেশ স্কুলে। ত্রিপুরার অবাম রাজনীতির অন্যতম মুখ ছিলেন রতিমোহন।  ১৯৮৮-৯৩ পর্যন্ত কংগ্রেস টিইউজেএস জোট সরকারের মন্ত্রী ছিলেন। ওই সময়েই এক দফায় ত্রিপুরা বিধাসভার উপাধক্ষ্যও ছিলেন।
১৯৭৭ সাল থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচবার তিনি বাগমা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। ত্রিপুরা প্রদেশ   কংগ্রেস মুখপাত্র তাপস দে,  রতিমোহন জমাতিয়া সম্পর্কে বলেছেন, খুব মিশুকে লোক ছিলেন তিনি।

COMMENTS