আগরতলা এয়ারপোর্ট থেকে উদ্ধার দুই যুবতী। পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন?

আগরতলা এয়ারপোর্ট থেকে উদ্ধার দুই যুবতী। পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন?

আগরতলার এয়ারপোর্ট থেকে দুই যুবতীকে উদ্ধার করেছে পুলিশের ইমারজেন্সি রেসপন্স সাপোর্ট সার্ভিস।
আমবাসার দুই যুবতী ব্যাঙ্গালুরু যাওয়ার জন্য এসেছিলেন পরশু দিন।
সেদিন বিকালেই ইমারজেন্সি সার্ভিসে ফোন করে আমবাসার এক যুবতীর মেসোমশাই ব্রজেন্দ্র দেববর্মা জানান, দুই যুবতীকে পাওয়া যাচ্ছে না, কেউ একজন ভুল পথে নিয়ে যাচ্ছেন তাদের। কাজের নাম করে ব্যাঙ্গালুরু যেতে বললেও, তিনি আশাঙ্কা করছিলেন, তাদের হয়ত খারাপ কাজে লাগানো হবে।
ইমার্জেন্সি সার্ভিস এয়ারপোর্টে দুই জনকে খুঁজে পায়। তাদের এয়ার পোর্ট থানার কাছে দেয়া হয়। আমবাসা থানায় একটি মিসিং ডায়েরিও হয়েছে।

ইমারেজেন্সি সার্ভিস সূত্রে জানা গেছে, তারা কোনও মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন বলেই সন্দেহ।

দুই যুবতীই বিবাহিত। একজন বাবার বাড়িতেই থাকেন। দুইজনেরই সন্তান আছে। সন্তানদের বাড়িতে রেখেই পালিয়ে এসেছিলেন, পুলিশের সূত্রে জানা গেছে। ব্যাঙ্গালুরু থেকে নাকি তাদের টিকিট পাঠানো হয়েছিল।

তাদের আমবাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

বিরোধী সিপিআই(এম) নেতা জীতেন্দ্র চৌধুরি অনেক দিন ধরেই অভিযোগ করছেন যে কাজের অভাবে রাজ্যের ছেলে-মেয়েরা অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছেন।

COMMENTS