চেন্নাই থেকে আসা চারজন করোনা আক্রান্ত

ত্রিপুরায় আরও চারজনকে পাওয়া গেল কোভিড-উনিশ পজিটিভ। তারা সবাই চেন্নাই থেকে রাজ্যে ফিরেছেন। সব মিলিয়ে ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা ১৭৩। ১১৬ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। দুজন চলে গেছেন অন্য রাজ্যে।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আজকে ৮৫০ জনকে কোভিড-উনিশ টেস্ট করা হয়েছিল। তার মধ্যে চার চেন্নাই ফেরত ত্রিপুরার মানুষের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের চিকিৎসা চলছে।

গতকাল চেন্নাই থেকে একটি ট্রেন যাত্রী নিয়ে আগরতলায় এসেছিল। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ গতকাল বলেছিলেন, একজন মহিলা হাই রিস্ক কোভিড মানুষের সংস্পর্শে ছিলেন। গোয়েন্দাদের থেকে এ খবর জানার পরই তাঁকে আগরতলা স্টেশন থেকে আলাদা করে সিপার্ডের কোয়ারান্টাইনে নিয়ে যাওয়া হয়েছিল। তার আশেপাশে থাকা সাতজনকেও অবজারভেসনে রাখা হয়েছিল।

আজকে যাদের কোভিড-উনিশ পজিটিভ হিসেবে পাওয়া গেছে তাদের ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায় নি।

COMMENTS