ত্রিপুরায় সরকারি ডাক্তারদের সংগঠন নতুন ডাক্তার-নার্স নিয়োগ,ডেডিকেটেড কোভিড হাসপাতাল, নিরাপত্তা উপকরণ,ইত্যাদি দাবি করেছে

ত্রিপুরার একমাত্র সরকারি মেডিক্যাল কলেজ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে কোভিড ওয়ান নাইন রোগীদের চিকিৎসা হচ্ছে, ফলে সেখানে রুটিন সব পরিসেবা বন্ধ করে দেয়া, নতুন ডক্তার-নার্স নিয়োগ করা, যথেষ্ঠ পরিমানে পিপিই, গ্লাবস, ইত্যাদির ব্যবস্থা করা, রাজ্যের আরেকটি মেডিক্যাল কলেজের ডাক্তারদের  কোভিড চিকিৎসায় যুক্ত করা,  ডেডিকেটেড কোভিড হাসপাতালের জন্য ক্যান্সার হাসপাতালের নতুন বিল্ডিং নেয়া , অথবা স্টেট হোমিও  হাসপাতালটি  বিবেচনা করার দাবি নিয়ে সরকারি ডক্তারদের সংগঠন, এটিজিডিএ স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেসন দিয়েছে।

 

স্বাস্থ্য আধিকারিক সংগঠনের প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে সংগঠন মন্তব্য করেছে।

 

এই সংগঠন এপ্রিল মাসে একবার বেশ কয়েকটি দাবি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল। পনেরটি প্রস্তাব তারা দিয়েছিলেন, তার মধ্যে প্রত্যেক স্বাস্থ্য কর্মীর জন্য এন-নায়েন্টিফাইভ মাস্ক, সব হাসপাতালে ওপিডি বন্ধ করা, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, ইমারজেন্সিতে থাকা সবার জন্য পিপিই, প্রত্যেক জেলায়  আইসিইউসহ আইসোলেসন ওয়ার্ড’র ব্যবস্থা, টাস্ক ফোর্স তৈরি করা, ইত্যাদি।

 

ব্যাক্তিগত নিরাপত্তার দাবিতে কৈলাশহরে এবং  আগরতলার জিবিপি হাসপাতালে নার্স বিক্ষোভ হয়েছে।

তারপর সরকার এসমা জারি করেছে, কাউকে কাউকে শো-কজ নোটিশও দেয়া হয়েছে।

COMMENTS