৩০ টাকায় এক কেজি কাজু !

৩০ টাকায় এক কেজি কাজু  !

ত্রিপুরায় কাজু বাদাম চাষের অন্যতম প্রধান জায়গা দক্ষিণ জেলার বিলোনিয়ার রাজনগর এলাকা।

বাজারে এক কেজি খুচরো  কাজু বাদামের দাম হাজার আট-ন’শো টাকা হলেও চাষীরা কেজিতে পাচ্ছেন মাত্রই ৩৫ টাকা, সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন রাজনগরের বিধায়ক সুধন দাস। চাষীরা যেন ঠিক দাম পান, সেই ব্যবস্থাও করতে বলেছেন তিনি।

কৃষিমন্ত্রীকে তিনি লিখেছেন, দুই বছর ধরে ফসলের দাম না পেয়ে কাজু চাষীদের খুব ক্ষতি হচ্ছে। রাজনগরে প্রায় তিন হাজার কাজু চাষী রয়েছেন, চাষ হয় আঠারশো হেক্টর জমিতে। রাজ্যে কাজু চাষীর সংখ্যা পাঁচ হাজার।

“ ২০১৭ সালে প্রতি কেজি কাজু বাদাম ১২০-১২৫ টাকা দরে বিক্রি হয়েছে। গত বছর মাত্র ৬০ টাকা কেজি দরে বিক্রি করেছে। আমি আপনাকে চিঠি দিয়ে অবহিত করেছিলাম। এই বছর মাত্র ৩০ টাকা থেকে ৩৫ টাকা দরে অভাবী কাজু চাষীরা কাজু বাদাম বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

বিগত বামফ্রন্ট সরকারের সময় একটি ন্যূনতম দাম ঠিক করে দেয়া হত, যাতে তারা ক্ষতির সম্মুখীন না হন । কিন্তু বর্তমানে গত দুই বছর যাবত সরকারের হস্তক্ষেপ না থাকাতে কৃষকরা ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন।“ চিঠিতে লিখেছেন সুধন দাস।

ন্যূনতম দাম ঠিক করে দিতে সরকারকে অনুরোধ করেছেন তিনি।

চিঠিটি আজই দিয়েছেন এই বাম  বিধায়ক।

COMMENTS