অদ্ভুত ! আবারও সেই !

ত্রিপুরায় বাড়ি বাড়ি সমীক্ষা হচ্ছে অসুস্থ মানুষকে শনাক্ত করতে। প্রয়োজনে কোভিড ওয়ান নাইন টেস্ট হবে।

সমীক্ষা করতে দিতে রাজি না কোনও কোনও গ্রামের মানুষ। তাদের দাবি, তাদের এলাকায় করোনা সংক্রমণ নেই।

মনে ভয় আছে, বোঝা যায়, ভিডিও শুনলে, “ নাক দিয়ে কী লম্বা লম্বা ঢোকায় শুনেছি!”

 

গতকাল খোয়াই জেলার একটি গ্রামে এই রকম ব্যাপার হয়। আজ গোমতী জেলার একগ্রামে  ও ঊনকোটি জেলার একগ্রামে।

রাস্তা অবরোধ ছিল। অবরোধ উঠে গেছে।

দ্য প্লুরাল কলামকে গতকাল সাইকিয়াট্রির শিক্ষক ডাঃ শান্তনু ঘোষ বলেছিলেন, ‘মব সাইকোলজি’, একজনকে দেখে, একজনকে শুনে আরেকজন করেন। অনেকে হয়ত জানেনই না, বিষয়টা কী ।

তিনি যুক্তি বিকাশ’র কথাও বলেছেন। এবং বলেছেন, এটি একটি ধারাবাহিক ব্যাপার।

COMMENTS