আগরতলায় সন্দেহজনক মৃত্যু এক বধূর!

আগরতলায় সন্দেহজনক মৃত্যু এক বধূর!Featured Video Play Icon

আগরতলা শহর লাগোয়া জয়পুরে এক মহিলার মৃত্যু হয়েছে।বিষয়টি সন্দেহজনক।
মৃতার মা ভাই অভিযোগ করেছেন বা তাদের সন্দেহ, সেলিনা আক্তারের স্বামীই তাকে খুন করেছেন। স্বামীর নাম মিল্টন মিয়াঁ, পেশায় গাড়ির চালায়।
সেলিনা এবং মিল্টনের বিয়ে হয়েছিল প্রায় পনের বছর আগে। তাদের একটি মেয়ে আছে। বিয়ের পর একটা সময় কাজের জন্য মিল্টন বিদেশে থাকেন। সাড়ে চার বছর আগে ত্রিপুরায় ফিরেছেন মিল্টন।
সেলিনার সঙ্গে অন্য কারোর সম্পর্ক রয়েছে এই অভিযোগ মিল্টনের। সে স্ত্রীর বিরুদ্ধে এ নিয়ে অভিযোগও দাখিল করে রেখেছেন সরকারিভাবে।
সেলিনা তার মাকে দেখেন না। মায়ের অসুস্থতার সময় সেলিনা বাবার বাড়িতে ছিল। এ কারণে মিল্টন আরেকটি বিয়েও করে। কিন্তু তারা থাকতেন এক বাড়িতেই।
দুপুরে মিল্টন সেলিনার বাড়িতে ফোন করে জানায় সে অসুস্থ, তার মা ভাই বাবা যেন তারাতাড়ি আসে।
সেলিনার ভাই বাদল হসেন বলেছেন, তারা এ বাড়িতে এসে দেখেন সেলিনার নিথর দেহ। মাথায় আঘাত রয়েছে বলেও তাদের অভিযোগ।
মিল্টন মিয়াঁ বলেছেন, সেলিনা পড়ে গিয়েছিলেন, তাতেই মারা যান। তিনি অবশ্য হাসপাতালে নিয়ে যাননি। এমনকী পুলিশেও খবর দেননি।
এলাকার মানুষেরও বক্তব্য এই মৃত্যু স্বাভাবিক না।

preload imagepreload image