ডাক্তারির পড়ার ভর্তি পরীক্ষা নীট ও ইঞ্জিনিয়ারিং’র জন্য জেইই, দু’টোই আবার পিছিয়ে গেল। সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে এই দুই পরীক্ষা। মে থেকে সরিয়ে জুলাইয়ে আনা হয়েছিল আগে।
জইই মেইনস’র জন্য দিন ঠিক করা হয়েছে ১ থেকে ৬ সেপ্টেম্বর, এবং নীটের জন্য ১৩ সেপ্টেম্বর। জেইই এডভান্স হবে ২৭ সেপ্টেম্বর। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখ্রিয়াল ‘নিষঙ্ক’ বলেছেন।
কোভিড সংক্রমণের জন্য পরীক্ষাগুলি পিছিয়ে যাচ্ছে। সাধারণভাবে সেপ্টেম্বরে কলেজগুলিতে নতুন ছাত্ররা ভর্তি হয়ে যান।
সিবিএসই এবং আইসিই যে সমস্ত পরীক্ষা নিতে পারেনি, সেগুলি বাতিল করেছে।
ছাত্র এবং অভিভাবকরা পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিলেন।
কাতার এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিতে থাকা ভারতীয় ছাত্ররা এই ভর্তি পরীক্ষাগুলি বিদেশে নেয়া অথবা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত পিছিয়ে দেয়ার দাবি জানিয়ে জানিয়েছিলেন।
( নয়াদিল্লি)
COMMENTS