করোনা আক্রান্ত একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে ত্রিপুরায় গতকাল। জিবিপি হাসপাতালের কোভিড সেন্টারের টয়লেটে তার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল।
আজ দুপুরে শেষকৃত্য হয়েছে।
তার বাড়ি আগরতলায়।
এক মহিলা জিবিপি হাসপাতালের টয়লেটে আত্মহত্যা করেছিলেন কিছুদিন আগে। কোভিড পজিটিভ ছিলেন। মৃত্যুর পর এসেছিল মহিলার পজিটিভ রিপোর্ট।
কোভিড আক্রান্তদের মনোবিদের পরামর্শ দেয়া দরকার বলে মনে করেন অনেকেই। ত্রিপুরার মনো চিকিৎসকরা কিছুদিন আগে বিনামূল্যে পরামর্শ দেয়ার একটি সূচী সামাজিক মাধ্যমে দিয়েছিলেন।
COMMENTS