চলন্ত গাড়িতে গণধর্ষণ! ছাপা কাগজে অন্য জায়গার এসব খবরে শিউরে ওঠা ত্রিপুরার পাঠক, এবার আঁতকে উঠতে পারেন, এই রাজ্যেই এমন অভিযোগ হল।
সালিশি সভায় ছোট্ট শিশু ধর্ষণের অভিযোগ মিটমাট করে ফেলার চেষ্টার অভিযোগও আছে।
খোয়াই জেলার তেলিয়ামুড়ার এসডিপিও ভি জগদীশ্বর রেড্ডি বলেছন, সতের বছরের মেয়েটি তার বন্ধুর সাথে দেখা করে ফিরছিলেন। রাস্তায় এক আত্মীয় বাড়িতে পৌঁছে দেবে বলে গাড়িতে তুলে নেন, গাড়িতেই পাঁচজন ধর্ষণ করেছে বলে অভিযোগ। মেয়েটিকে রাস্তায় ফেলে চলে যায় গাড়ি। বন্ধুকে জানালে তিনি এসে মেয়েটিকে নিয়ে থানায় আসেন। নির্দিষ্টভাবে চারজনের নামে অভিযোগ করেছেন মেয়েটি। তিনজনকে ধরা হয়েছে গত রাতেই। আরও দু’জন বাকী।
কিন্তু অভিযুক্তদের নামধাম এখনই তিনি জানাতে চাইছেন না। বলেছেন, রাতের মধ্যেই ধরা পড়বে বলে আশা।
পুলিশের কাছে একটি সাত বছরের মেয়ে ধর্ষিত হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে গতকাল। ঘটনাটি কয়েকদিন আগের। এলাকার মাতাব্বরা চেয়েছিলেন, সালিশি সভা করে বিষয়টি মিটিয়ে নিতে। কিন্তু তা আর হয়নি। বাচ্চাটি মেয়েটি ঘটনায় খুব ভয় পেয়ে গিয়েছিল। সে বাড়িতে জানাতেও দেরি করে, পুলিশের বক্তব্য। একজন অভিযুক্তকে ধরা হয়েছে।
১৮ জুলাই খোয়াই জেলার চাম্পাহাওরে দুই জন এক মহিলার ঘরে ঢুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পড়েছে পুলিশে।
সোনিয়া খারিয়া এবং লালবাবু খারিয়া, দুই অভিযুক্তকে খোয়াইয়ে এস ডি জে এম আদালতে তোলা হলে, তাদের ৪ আগস্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে আজ, বলেছেন আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য।
COMMENTS