জালনোট তৈরি হচ্ছে বিশালগড়ে?

জালনোট তৈরি হচ্ছে বিশালগড়ে?

চারটি কুড়ি টাকার জাল নোটসহ ধরা পড়েছেন এক যুবক। ত্রিপুরার লাল সিংমুড়া এলাকা থেকে শিপন রায় নামে ঐ যুবককে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। পাওয়া গেছে নোট ছাপানোর একটি মেশিন। এবং কিছু কালি। মেশিনটি একটি জেরক্স মেশিন। ঘটনাটি ঘটে বুধবার সকালে। আজ সকালে স্থানীয় একটি টিফিনের দোকানে যান শিপন। তিনি যে টাকা দেন, তাতে সন্দেহ হয় দোকান মালিকের। তাকে আটকে রেখে খবর দেয়া হয় পুলিশে। পরে তার বাড়ি থেকে ঐ জেরস্ক মেশিন এবং কালি পাওয়া যায়। পুলিশ সুত্রে মিলেছে এই খবর।

preload imagepreload image